No products in the cart.
Terms and Conditions – বাংলা | Terms and Conditions – English |
১. ভূমিকাএই ওয়েবসাইট/অনলাইন শপ ব্যবহার করে আপনি আমাদের শর্তাবলীতে সম্মতি প্রকাশ করছেন। যদি আপনি এই শর্তাবলীর সঙ্গে একমত না হন, তাহলে অনুগ্রহ করে আমাদের সার্ভিস ব্যবহার থেকে বিরত থাকুন। ২. পণ্যের প্রাপ্যতা ও মূল্য· আমরা সকল পণ্যের স্টক নিশ্চিত রাখার চেষ্টা করি, তবে স্টক সীমিত থাকায় যেকোনো সময় প্রোডাক্ট স্টকআউট হতে পারে। · পণ্যের মূল্য যেকোনো সময় পরিবর্তন হতে পারে, তবে অর্ডার নিশ্চিত হওয়ার পর মূল্য পরিবর্তন প্রযোজ্য হবে না। ৩. অর্ডার ও ডেলিভারি· সকল অর্ডার নিশ্চিত হওয়ার পর ১-৩ কর্মদিবসের মধ্যে প্রসেস করা হয়। · ডেলিভারি সময় সাধারণত ২-৫ কর্মদিবস (লোকেশন অনুসারে পরিবর্তিত হতে পারে)। · নির্দিষ্ট অবস্থানে আমাদের নিজস্ব ওয়্যারহাউজ থেকে ডেলিভারি প্রদান করা হয়। ৪. পেমেন্ট· বিকাশ, নগদ, রকেট এবং ক্যাশ অন ডেলিভারি পদ্ধতিতে পেমেন্ট গ্রহণ করা হয়। · প্রিপেইড অর্ডারে সম্পূর্ণ পেমেন্ট নিশ্চিত হওয়ার পর প্রসেস শুরু হবে। ৫. রিটার্ন ও রিফান্ড· ত্রুটিপূর্ণ পণ্য বা ভুল ডেলিভারি হলে ৩ দিনের মধ্যে আমাদের জানানোর অনুরোধ রইল। · বিস্তারিত আমাদের রিটার্ন ও রিফান্ড পলিসিতে উল্লেখ আছে। ৬. ব্যবহারকারীর দায়িত্ব· আপনি অর্ডারের সময় সঠিক নাম, মোবাইল নম্বর এবং ঠিকানা প্রদান করতে বাধ্য। · ভুল তথ্যের কারণে ডেলিভারি ব্যর্থ হলে দায়ভার গ্রাহকের। ৭. কপিরাইট ও কনটেন্ট· এই সাইটের সকল ছবি, বর্ণনা, লোগো ও ডিজাইন Bioscope Online Shop-এর মালিকানাধীন এবং অনুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। ৮. পরিবর্তনের অধিকার· Bioscope Online Shop যে কোনো সময় এই শর্তাবলী পরিবর্তনের অধিকার রাখে। পরিবর্তিত শর্তাবলী ওয়েবসাইটে প্রকাশিত হবে এবং তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।
|
1. IntroductionBy accessing or using this website, you agree to abide by the terms and conditions set forth by Bioscope Online Shop. If you do not agree, please discontinue the use of our services. 2. Product Availability and Pricing· We strive to maintain accurate stock levels, but availability is not always guaranteed. · Prices may change without prior notice. However, once an order is confirmed, the price will not be changed. 3. Orders and Delivery· Orders are processed within 1–3 business days. · Delivery typically takes 2–5 business days depending on your location. · Delivery is made from our own warehouse, ensuring safe packaging and dispatch. 4. Payment· We accept payment via bKash, Nagad, Rocket, and Cash on Delivery. · For pre-paid orders, processing begins after full payment confirmation. 5. Return and Refund· If you receive a defective or wrong product, please report it within 3 days. · Details are available in our Return & Refund Policy. 6. Customer Responsibilities· You must provide accurate information (name, contact, address) when placing an order. · We are not responsible for failed deliveries due to incorrect information provided by the customer. 7. Copyright and Content· All content, including images, descriptions, logos, and designs, is the property of Bioscope Online Shop and may not be used without permission. 8. Right to Modify· Bioscope Online Shop reserves the right to modify these Terms and Conditions at any time. Updates will be effective upon publication.
|